নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
শনিবার (২০ নভেম্বর) সকাল নয়টায় বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ৭ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।
গণঅনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন।
মির্জা ফখরুল ছাড়াও গণঅনশনে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকায়। এসময় কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নয়াপল্টনের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করতেও দেখা গেছে।
সান নিউজ/এফএইচপি