নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে চিঠি গ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ (১৩ জানুয়ারি) দলের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের কাছ থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে চিঠি গ্রহণ করেন তিনি।
রোববার (১২ জানুয়ারি) আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাঈদ খোকনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করেছেন।
তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য এবং বর্তমান ডিএসসিসি মেয়র। তবে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। তার বদলে মনোনয়ন পান ঢাকা-১০ এর সাংসদ ফজলে নূর তাপস।
সাঈদ খোকন ঢাকার প্রয়াত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে।