নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিক্ষোভে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ও কয়েকজন পুলিশ আহত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় এ সংঘর্ষ বাধে।
দলটির মহাসচিব অভিযোগ করেছেন, তাদের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে রাজধানী ঢাকার নয়া পল্টনে সরকারের বিরুদ্ধে পরিকিল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেয় বিএনপি। বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টপন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি ছাড়া তা না করতে পেরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ইনসাফ চাই। ন্যায় বিচার চাই। সরকার ইচ্ছাকৃত ও পরিকিল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিংগেলের দিকে আগানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে দেখা যায়। নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সমাবেশে আসার আগে তাঁদের ৫০ জনের বেশি নেতা–কর্মীকে আটক করা হয়েছে।
মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, বিএনপির সমাবেশ চলছিলো। তাদের মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই তারা (বিএনপি নেতাকর্মীরা) মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত এ কর্মসূচি সোমবার (২৫ অক্টোবর) ঘোষণা করা হয়েছিলো।
সান নিউজ/এফএআর