নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কামালউদ্দিনে আদালতে তিনি জবানবন্দি প্রদান করেন।
কামালউদ্দিন আব্বাসী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এর আগে সকালে হাজীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে। সন্ধ্যায় চাঁদপুরের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় হামলার কথা স্বীকার করেন আব্বাসী। আদালতে জবানবন্দি দেওয়ার পর বৃহস্পতিবার রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, অভিযুক্ত কামালউদ্দিন ভোলদিঘী ফাযিল মাদরাসার আরবি শিক্ষক। ১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজার মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন এবং পরে আরও একজন মিলে মোট পাঁচজন নিহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ৮ মন্দিরের প্রধানগণ আরও ৮টি মোট ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরমধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সংগ্রহ করা ফুটেজে দেখা গেছে, জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী মন্দিরে হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
সান নিউজ/এমকেএইচ