নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।
রোববার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাত ১০টার দিকে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘রোববার রাত ৮টা ৪৫ মিনিটে পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন আহসান উল্লাহ হাসান। আজ দুপুর ২টা ১০ মিনিটে তিনি শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি হন। গত দুই-তিন দিন ধরে তিনি জ্বর ও কাঁশিতে ভুগছিলেন।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আহসান উল্লাহ’র স্ত্রীও করোনা পজিটিভ বলে জানান শায়রুল কবির। তিনি জানান, মৃত্যুকালে আহসান উল্লাহ তার স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য স্বজন, ভক্ত ও নেতাকর্মী রেখে গেছেন।