রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
রাজনীতি প্রকাশিত ১৮ অক্টোবর ২০২১ ১০:০৮
সর্বশেষ আপডেট ১৮ অক্টোবর ২০২১ ১০:০৮

কুমিল্লাকাণ্ডে সুষ্ঠু বিচারের দাবি 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট।

সোমবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার দিঘির পাড়ে পবিত্র কোরআন অবমাননা কারা করেছে, এখনও প্রশাসন তা সুনির্দিষ্টভাবে কিছুই বলছে না। আমরা দাবি করেছিলাম গত শুক্রবারের (১৫ অক্টোবর) আগে আসল অপরাধীদেরকে গ্রেফতার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করেছে কিনা, আমরা জানি না। আমরা ওই ঘটনার প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও বর্ণবাদ মানবসমাজের সবচেয়ে বড় শত্রু। এই মানবতার শত্রুদেরকে প্রতিহত করতে হবে। এ জন্য দেশ, অঞ্চল ও বিশ্বের অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষ ও মানবতার দুশমনদের বিরুদ্ধে। বাংলাদেশে যারা হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করেছে, তাদের পূজার মুর্তি ভেঙেছে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সকল সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন মিছবাহুর রহমান চৌধুরী। এগুলো হচ্ছে—

১. মহানবী (স.) এর জন্ম ও মৃত্যুর এই মাসে (রবিউল আউয়াল) তাঁর মহান জীবনের ওপরে আলোচনা উপলক্ষে ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি জেলা শহরে এক বা একাধিক সিরাত সম্মেলন করা হবে।

২. দেশ থেকে সাম্প্রদায়িকতা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে দুই মাসব্যাপী সকল ধর্মের ধর্মীয় নেতা, দার্শনিক, বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।

৩. ৩০-৩১ ডিসেম্বর ঢাকায় দেশের বিখ্যাত অসাম্প্রদায়িক ওলামা-মাশায়েখ ও অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের দুই দিনব্যাপী সম্মেলন করে একটি অসাম্প্রদায়িক মঞ্চ প্রতিষ্ঠা করা হবে।

৪. সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা মিথ্যাচার করে, সেই বিভ্রান্তি সৃষ্টিকারীদের নাম ও কর্মস্থলের তালিকা প্রকাশ করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করা হবে।

৫. যেসব দেশ থেকে এই মিথ্যাচারীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যাচার করে সাম্প্রদায়িকতা উগ্রবাদ ও জঙ্গিবাদসহ নানামুখী বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে, ঢাকায় অবস্থিত সেইসব দেশের রাষ্ট্রদূতদের কাছে স্মারকলিপি প্রদান করে ওদের অপতৎপরতা বন্ধের দাবি জানানো হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা