নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এবার আপনেরা অন্য ধরনের বিএনপি দেখতে পাবেন। ঘরকুনো বিএনপি আর দেখা যাবে না। এবারের নির্বাচনে যথাসময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে। এই সরকারকে নামানোর জন্য প্রত্যেককে রাজপথে নামতে হবে।
সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাজনৈতিক সংকট উত্তরণে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমের জন্মদিন উপলক্ষে এর আয়োজন করা হয়।
মেজর (অব.) হাফিজের বলেন, আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। শুধু তা-ই নয়, অন্য কাউকেও নির্বাচনে যোগদানের সুযোগ দেওয়া হবে না। অতীতে, বিশেষ করে বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে, তা আর করবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু বিএনপির না। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সব পেশাজীবীকে একত্রিত করতে হবে। বিএনপি অন্যান্য দলের সঙ্গেও যোগাযোগ করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একদফা আন্দোলনে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যানের মন্তব্য, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেসব রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করেছে, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম জানিয়েছেন, তাঁর দল ২০ দলীয় জোটে থাকবে। তার আশা, জোট আরও শক্তিশালী হবে। তবে বিএনপিকে জোট ধরে রাখার জন্য যত্ন ও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের,মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
সাননিউজ/ জেআই