নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সরকারকে ভুলক্রমেও শক্তিশালী মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর মতে এই সরকার ভীষণ দুর্বল এবং তাদের সরাতে একটা ছোট ধাক্কা দিলেই চলবে। সে ক্ষেত্রে বাঁশের লাঠিই যথেষ্ট বলে তার দাবি।
সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংগঠনের সভাপতি আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর একদফা আন্দোলনের জন্য দলের নেতা কর্মীসহ দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান। সরকারের পতনে বাঁশের লাঠি নিয়ে সবাইকে রাস্তায় দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, আমাদের বাঁশের লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে।
তাঁর এই বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু মনে করতে পারেন বলেও সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, শেখ হাসিনা মাইন্ড করবেন না। কারণ শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, যার যা আছে, লাঠি, বাঁশ, আর তা না হলে ঝাড়ু নিয়া নামো।
বর্তমান সরকারের পতন ঘটাতে বড় কোন আন্দোলনের দরকার নেই, এ কথায় জোর দিয়ে গয়েশ্বর বলেন, এই আন্দোলনটা কিন্তু অনেক ছোট। একটা ধাক্কা দিলেই পড়বে (সরকার)। পরের আন্দোলন টা কিন্তু অনেক বড়। অর্থাৎ আমরা যদি ক্ষমতায় যাই, দুর্নীতি, অসুস্থ প্রশাসন সঠিক জায়গায় আনতে আরেকটি আন্দোলন করতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, এই সরকারকে সবল ভাবার কোনো কারণ নেই। আমরা ভয় পাই বলেই মনে হয় সরকার শক্তিশালী। সকল পেশার, শ্রেণির মানুষ ভয় কে অতিক্রম করে যদি একবার দাঁড়িয়ে যান, আর যদি সবাই একবার বলেন, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই উত্তর দেওয়ার মত সাহস শেখ হাসিনা পাবেন না।
সাননিউজ/ জেআই