মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হলো রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র। দেশের ইতিহাসে সবকটি আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র রাজনীতি থেকেই উঠে আসে ভবিষ্যতের দক্ষ সৎ রাজনীতিবিদ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
ফরহাদ হোসেন বলেন, আন্দোলন থেকে শুরু করে, ৬২, ৬৬, ৬৯ এর গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধুর গড়া এই সংগঠন কৃষকদের ধানকাটা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠন। বর্তমান ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।
কর্মী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাবলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলকার নাইন বাইজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আফিস ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি আদিব হোসেন আসিফ।
সাননিউজ/এমআর