নিজস্ব প্রতিবেদক: সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশে কোনও নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশনের ওপর সরকার বা কারও কোন নিয়ন্ত্রণ থাকবে না।
তিনি বলেন, নির্বাচনের এখনো আড়াই বছর বাকি রয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ফের বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে।
এদিকে চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে বিরাট ভুল বুঝাবুঝি রয়েছে। আশা করি সত্য উদঘাটন হয়ে যাবে।
সান নিউজ/এমএইচ