নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনের ইশতেহার নিয়ে কাজ শুরু করার জন্য নেতাদের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) গণভবনে দলীয় সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দলটির একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শনিবারের বৈঠকে দ্বাদশ নির্বাচনের জন্য প্রার্থী যাচাই-বাছাই এবং আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতাদের উদ্দেশে সভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, করোনা মহামারির প্রকোপ কমেছে, আমি চাই আপনারা ভালো করে কাজ শুরু করে দিন। আমরা এরইমধ্যে কিছু পরিকল্পনা নিয়েছি। যারা অতীতে বিদ্রোহ করে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করেছেন, তাদের মনোনয়ন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র আরও জানায়, দলের সভাপতি শেখ হাসিনা নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বিভিন্ন এলাকায় সম্মেলনে গিয়ে এমন লোকের হাতে নেতৃত্ব তুলে দেবেন যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য কাজ করেন এবং দলের সঙ্গে সম্পৃক্ত।
মনোনয়ন বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, নেত্রী (শেখ হাসিনা) আবারও বলেছেন আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক পলিসি নিয়েও কাজ শুরুর কথা বলেছেন।
সাননিউজ/এমআর