রাজনীতি

যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বড় যুদ্ধের জন্য প্রস্তুত হতে দলের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যুদ্ধে জয় লাভ করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, 'আমরা যুদ্ধের মধ্যে আছি। আমাদের সামনে বড় যুদ্ধ। সেই যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আজ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে এই যুদ্ধে জয় লাভ করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।'

আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতাকে কলঙ্কিত করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, ‘বিএনপির ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস। বিএনপির এই ৪৩ বছরের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপি হচ্ছে এই দেশকে, এই জাতিকে অস্তিত্ব প্রদানের ইতিহাস। ১৯৭১ সালে শহীদ জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিদ্রোহের মধ্য দিয়ে ৭ নভেম্বর যখন জিয়াউর রহমানকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তখন তিনি আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। জাতিকে নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।


সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা