নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপিকে তাদের অপকর্মের জন্য জনগণ প্রত্যাখ্যান করে। দেশে জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
রোববার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন, তার পাশে চন্দ্রিমা উদ্যানে গিয়ে মাতম করেন, তাণ্ডব চালিয়েছেন। আমাদের সহ্যের বাধ যদি ভেঙে যায় তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সভায় আর বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসান, সাবেক ছাত্রনেতা মেজর (অ.) সামসুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
সাননিউজ/এমআর