রাজনীতি

‘জিয়া মুক্তিযোদ্ধা নয়, পাকিস্তানের এজেন্ট’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধের সময় ছদ্মবেশী এজেন্ট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট এবং এজেন্ট থেকেই এ দেশে বঙ্গবন্ধুকে হত্যার প্রধান কুশীলব-চক্রান্তকারী হিসেবে কাজ করে গেছেন।’

শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে সংগঠনটি এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

তিনি বলেন, ‘কেনো কী কারণে বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হত্যা করা হয়েছে? এটা কি শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য? পৃথিবীর অনেক দেশেই ক্ষমতা দখলের জন্য অনেক সময় রাষ্ট্রনায়ককে হত্যা করার নিদর্শন আছে। কিন্তু বঙ্গবন্ধু না হয় রাষ্ট্রনায়ক ছিলেন, শেখ রাসেল তো কোনো অন্যায় করেনি? ছোট্ট শিশু ছিলো, মাত্র নয় বছর বয়স। তার পরিবারের অন্যান্য সদস্যদের কী অপরাধ ছিলো?

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ড ছিলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তান এবং পৃষ্ঠপোষকরা পরাজিত হয়েছিল তাদের পরাজয়ের চরম প্রতিশোধ। এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যার জন্য। এই বাংলাদেশকে আবার পরাধীন রাষ্ট্র তৈরি করার জন্যই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল? আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ, ফারুকসহ অনেকের বিচার হয়েছে। কিন্তু এখনো অনেক খুনি বিদেশে পলাতক রয়েছে। আমরা চাই, যে বিষয় কখনো সামনে আসেনি, এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত ছিলো তাদের নাম সামনে আনা হোক।’

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। আশা করি, যারা বিদেশে পলাতক আছে, তাদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। জননেত্রী শেখ হাসিনা তার পিতা হত্যার বিচারের রায় কার্যকর করেছেন। কিন্তু এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ যতদিন পর্যন্ত উন্মোচন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত দায়মুক্ত হবে না।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা