নিজস্ব প্রতিবেদক: সরকার করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছে। সেক্ষেত্রে মেগা প্রকল্পের টাকায় করোনার টিকা কেনার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে নিজ বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশররফ হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। মোশররফ মেগা প্রকল্পের টাকা দিয়ে টিকা কেনার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে করোনাসহ বিভিন্ন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের মানবিকতা ফুটে ওঠে। তাই সরকারের পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও আহ্বান করছি সামর্থবানরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।
তিনি বলেন, যেকোনো মহামারি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা। করোনা পরিস্থিতি হতে উত্তরণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সচেতন করতে হবে সবাইকে।
সান নিউজ/এফএআর