নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নেই। জনগণকে বিভ্রান্ত করবেন না। সমস্যা গণতন্ত্রের, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। ফ্যাসিজম চেপে বসে আছে। আমাদের নেতৃত্ব পদে পদে পরীক্ষিত এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ।
শুক্রবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী কর্তৃক খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো বন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা গণতন্ত্রের নেতৃত্ব দেন তাদের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র হবে, অপপ্রচার চালানো হবে, আমরা যেন কোনোভাবে বিভ্রান্ত না হই। গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে বর্তমান নেতৃত্বকে তার পাশে থেকে সাহসী করি এবং আমরা যেন আমাদের কাজটি সততার সঙ্গে করি।
তিনি বলেন, এই সরকার সম্ভবত পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবে না। সেক্ষেত্রে সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে পারে। আমাদের ওপর চাপ আসতে পারে। সেই চাপে যদি নেত্রী খালেদা জিয়া নত না হয়, তারেক রহমান নত না হয় তাহলে আপোসহীন নেত্রীর কর্মী হিসেবে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। মৃত্যুর আগ পর্যন্ত আপোসহীন থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।
গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে থামানোর জন্য, মুক্তিযুদ্ধকে থামানোর জন্য যেমন খালেদা জিয়াকে দুই শিশু সন্তান তারেক ও কোকোকেসহ আটক করা হয়েছিল, তেমনি ওয়ান ইলেভেনে খালেদা জিয়াকে থামাতে তার সন্তান তারেক ও কোকোকে আটক করা হয়েছিল। তাদের আটক করার আগেও দরকষাকষি হয়েছিল।
সাননিউজ/এফএআর