রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় মানুষ উদ্বিগ্ন : মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সবকিছু চালু আছে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান নেই (বন্ধ)। দেশের কচি, কিশোর, যুবক, তরুণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, স্কুলে পড়েন, তাদের ভবিষ্যৎ ভেবে আজ সারাদেশের মানুষ উদ্বিগ্ন।

শুক্রবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর-তরুণেরা ইন্টারনেটের প্রভাবে বিপথগামী হচ্ছে। সারাদেশে ছাত্র, শিক্ষক, অভিভাবকরা সোচ্চার কণ্ঠে দাবি করছেন- যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সকল অভিভাবক ও শিক্ষার্থীদের বলছি, আপনারা আওয়াজ তুলুন। না হলে এ দেশ মূর্খতা ও অন্ধকারে নিপতিত হবে।

টিকা নিয়ে তিনি বলেন, সবার টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের পত্রিকাতেই পাবেন, সরকারের হাতে যত টিকা আছে, সেগুলো দেওয়ার পরও বাংলাদেশের মাত্র ৩ শতাংশ মানুষ কেবল টিকা পাবে।

আমরা দেখছি, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় করোনার প্রতি, মানুষের স্বাস্থ্যের প্রতি, মানুষের জীবন-জীবিকার প্রতি কত বড় অবহেলা প্রদর্শন করেছে। দেশে স্বাস্থ্যখাত বলে যে কিছু আছে, সেটা মানুষ দেখতে পায় না।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পত্রিকাতেই ছাপা হয়েছে সীমান্তের তিনটি জেলায় এখন পর্যন্ত কোনো আইসিইউর ব্যবস্থা করা হয়নি, অক্সিজেন নেই। এই যখন পরিস্থিতি, তখন আমরা নিঃসন্দেহে বলতে পারি- এই সরকারের হাতে এ দেশের সাড়ে ১৭ কোটি মানুষ নিরাপদ নয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ,আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, সম্পাদক মোফাজ্জল হোসেন হৃদয় প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা