নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, মদ-জুয়া বাংলাদেশে বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান এসে এই মদ-জুয়ার লাইসেন্স দিয়েছিলেন। এইটা তো বোট ক্লাব হইছে, কিন্তু জিয়াউর রহমান স্টিমার ক্লাব করেছিল।
বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘হিজবুল বাহার’ এইটার নাম হয়ত সবাই জানেন। উনি (জিয়াউর রহমান) ৪০ বছর আগে এইটা শুরু করেন। সেই রাখি খানের ড্যান্সের কথা কি মানুষ ভুলে গেছে? সেই ‘হিজবুল বাহার’ জাহাজে গিয়ে জিয়াউর রহমান এই ডান্স উপভোগ করেছেন। তিনি ছেলেদের নিয়ে স্টিমারে করে নৌযাত্রা করছিলেন। আর এই দেশের ইয়াং জেনারেশন নষ্ট করার পথ দেখিয়েছেন। এর জন্য বিএনপি দায়ী, জিয়াউর রহমান দায়ী। অন্য কেউ দায়ী নয়।
তিনি আরও বলেন, অপরাধ যেখান থেকে হয়েছে, যারা করেছে, তাদের আগে বিচার হওয়া উচিত। যারা ইসলামের কথা বলে করে তারাই এই অপরাধ করেছিল। অপরাধীদের ধরতে হলে ওইখান থেকে ধরতে হবে।
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, আমাদের সরকার এ ধরনের অপকর্মের পারমিশন দেয় না, দেবেও না। বন্ধ করতে গেলে আপনারাই আবার চিৎকার করেন- না, না বার বন্ধ করা যাবে না। বিদেশিদের কথা বলে এখানে গিয়ে অপকর্ম করবেন, এইটা বাংলাদেশে হওয়া উচিত না।
সান নিউজ/এমএইচ