নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনে অংশগ্রহণ করে না।
সোমবার (৭ জুন) ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ছয় দফা দিবস মানতে চায় না, তারা দেশের স্বাধীনতাকেই হেয় করছে।
আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধীরে ধীরে বাঙালির অকুণ্ঠ সমর্থন লাভ করে ৬ দফা। তৈরি স্বাধীনতার রূপরেখা।
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের দিন সম্মেলনের আলোচ্যসূচিতে ৬ দফাকে স্থান দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সম্মেলনে বঙ্গবন্ধুর অনুরোধ উপেক্ষা করা হয়। ৬ দফার প্রতি আয়োজকপক্ষ গুরুত্ব না দিয়ে তা প্রত্যাখান করে। প্রতিবাদে বঙ্গবন্ধু ওই সম্মেলনে আর যোগ দেননি। তবে বঙ্গবন্ধু লাহোরে অবস্থানের সময় ৬ দফা উত্থাপন করেন।
এ ঘটনায় বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা আখ্যা দিয়ে সংবাদ ছাপায় পশ্চিম পাকিস্তানের পত্রিকাগুলো। বঙ্গবন্ধু ঢাকায় ফিরে ১৩ মার্চ ৬ দফা এবং দলের অন্যান্য বিস্তারিত কর্মসূচি দলের কার্যনির্বাহী সংসদে পাস করিয়ে নেন।
সান নিউজ/এনএম