নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১২ বছর ধরে বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, তা একই ধরনের। প্রতি বছর বাজেট পেশ হওয়ার আগেই বিএনপি বিবৃতি রেডি করে রাখে।
তাদের কাছে প্রশ্ন, ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল?
রোববার (৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘১২ বছর আগে আমাদের বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা। এখন সেখান থেকে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা হয়েছে। সাত গুণের বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে? গত ১২ বছরে জিডিপির আকার চার গুণ বৃদ্ধি পেয়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে?’
তথ্যমন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয়ে আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম, সেজন্য ভারতের পত্র-পত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না। এটা কীভাবে সম্ভব হলো? বিএনপির কাছে সেই প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘আসলে বিরোধীতার খাতিরে বিরোধীতা করা, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে যদি কোনো পরামর্শ থাকে, সেটা দিতেই পারেন। কিন্তু প্রতিবার বাজেট পেশ হওয়ার আগে বিবৃতি রেডি করে রাখা, আবার বাজেট না পড়েই সঙ্গে সঙ্গে বলে দেয়া, এই সংস্কৃতি তারা লালন করছেন। তাদের নেতারা মেধাবী, কিন্তু তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা মেধাহীন।’
সান নিউজ/এমএইচ/এম