নিজস্ব প্রতিবেদক: তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকার অনুমতি না দেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ ইবরাহিম বলেন, সরকারের এই সিদ্ধান্তটি অবশ্যই অমানবিক ও নিবর্তনমুলক । আমরা এই সিদ্ধান্ত পুন:বিবেচনার জন্য মানবিক আহ্বান জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা ও আশা আকাঙ্ক্ষার প্রতিক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টির রাজনৈতিক গুরুত্বও, অপরীসিম।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বেলেন, আদালতের মাধ্যমে জামিন বঞ্চিত বেগম জিয়াকে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে জেলের বাহিরে নিজ বাড়িতে সুযোগ দিয়েছে এই সরকার। এজন্য সরকার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। একই পদ্ধতিতে সরকার আইনি জটিলতাকে পাশ কাটিয়ে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারতো বা এখনও পারে, আমরা সেই আবেদনই করছি সরকারের কাছে।
সাননিউজ/টিএস/