নিজস্ব প্রতিবেদক : ঈদের আগেই ছাত্র অধিকার পরিষদের গ্রেফতারকৃত ৫৪ নেতাকর্মীদের জামিনের বন্দোবস্ত নির্দেশ করার জন্য সরকারের নিকট ও প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। একই সঙ্গে বন্দিদের যেন রিমান্ডে না দেয়া হয় সেই দাবীও জানায় দলটি।
কল্যাণ পার্টির অভিযোগ, বিভিন্ন অজুহাতে নিম্ন আদালত তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করছে বিধায়, আমরা এই আবেদন জানাচ্ছি। রমজান মাস , ক্ষমা ও মহত্ব প্রদর্শনের মাস। তাই আমরা মানবিকতার দৃষ্টিতে এই আবেদন বিবেচনার আহবান রাখছি ।
রোববার (৯ মে) গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতিতে দলটি এসব অভিযোগ করে। দলটির নেতারা বলেন, গত শনিবার ৮ মে ড. কামাল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক প্রধান বিচারপতি মহোদয়ের বরাবর যেই আবেদন করেছেন , আমরা তার সাথেও সম্পুর্ন সহমত পোষণ করছি।
বাংলাদেশের রাজনীতিতে , ছাত্র সমাজের অবদান ও ত্যাগ , একটা ঐতিহ্যবাহি গৌরবের ইতিহাস। সাম্প্রতিক সময়েও এর ব্যাতিক্রম কাম্য নয় ৷ আমাদের সন্তানতুল্য ৫৪ জন ছাত্র নেতাকর্মী আমাদের পুর্বপুরুষের ঐতিহাসিক ঐতিহ্যকেই ধারন করেছে । কিন্তু আজ তার গ্রেপ্তারকৃত অবস্থায় নিদারুন কষ্টে নিপতিত আছে।
বিবৃতি প্রদানকারীগন : বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক , পার্টির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) হাসান নাসির , ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইঁয়া পিন্টু।
সাননিউজ/টিএস/এম