নিজস্ব প্রতিবেদক: তিন মাসের জন্য বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (০৫ মে) এ আদেশ দেন।
আদেশে তার বিদেশ গমনে দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আদালতে তাফসির আউয়ালের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
জানা গেছে, তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশ যাওয়ার ওপর গতবছরের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুদক। এ কারণে তাফসির আউয়াল বিদেশ যেতে পারছিলেন না। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিনি। রিট আবেদনে তাফসির আউয়াল বিদেশ যাওয়ার অনুমতি চান। বুধবার আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমিত দিয়েছে।
সান নিউজ/আরএস