নিজস্ব প্রতিবেদক : সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি নূর হোসাইন নূরানীকে (৫৪) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধ্য রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় তার প্রতিষ্ঠিত মাদরাসা-সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৮ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলামের তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কি না, তা-ও খোঁজখবর নেওয়া হচ্ছে। ডিবি পুলিশের সহায়তায় মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ মুফতি নূর হোসেন নূরানীকে গ্রেফতার করে নিয়ে আসে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার (২৩ এপ্রিল) রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হবে। আদালত নূরানীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।