নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস বিশ্বে একটা বড় ধরণের সংকট তৈরী করে দিয়েছে। সেটা যেমন অর্থনৈতিক, তেমনি সামাজিক ও। সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও এর ব্যত্যয় ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠগুলির জনগণের পাশে দাড়িয়ে এ সংকট মোকাবিলা করে আসছে।
তারই প্রেক্ষিতে চলমান করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউএর সংকট মোকাবেলায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে যুবলীগের নেতা কর্মীদের জনগনের পাশে এসে দাঁড়ানোর নির্দেশনা ও আহ্বান জানিয়েছেন।
নির্দেশনায় যা আছে :
যুবলীগের অন্তর্গত প্রতিটি জেলা, মহানগর, থানা, পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ডের করোনায় আক্রান্ত পরিবার,করোরায় সাময়িক ভাবে বির্পযস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী ও রান্নাবরা খাবার বিতরণ করতে হবে। এছাড়া
জন সচেতনতায় হ্যান্ডমাইকিং, লিফ্টলেট বিতরণ সহ,হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করার নির্দেশনা।
রোববার যুবলীগ দপ্তর থেকে এ নির্দেশনা ও আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগ দপ্তর সম্পাদক মোস্তাফিযুর রহমান মাসুদ অনলাইন পোর্টাল সাননিউজকে বলেন করোনাই ভাইরাসের শুরু থেকেই মানুষের পাশে ছিল যুবলীগ। মানুষের মাঝে আমরা সাধ্যমতো দাড়ানোর চেষ্টা করেছি। এবার আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াবো।
সান নিউজ/এমআর/এম