নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) । এসময় জব্দ করা হয়েছে মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক।
শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি পেয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত ট্রাকটি।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেঁয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।
সান নিউজ/এসএ