নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল ১১টার পর থেকে গুলিস্তান জিরো পয়েন্টের দক্ষিণ পাশে অবস্থান নেয়া শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে একই সময়ে উত্তর পাশে অবস্থান নেন হেফাজতের সমর্থকরা। দুপক্ষ হরতালের সমর্থন ও বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করেন। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে হেফাজত সমর্থকদের ধাওয়া খেয়ে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিলে হেফাজত সমর্থকরা পিছু হটে পল্টনের দিকে চলে যান।
এরপর পল্টন মোড়ে ডাকবাংলো ভবনের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আশপাশের সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।
এ সময় পুলিশকে রাস্তার এক পাশে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
সান নিউজ/এসএম