নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ নিতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মওদুদ আহমদের লাশ।
বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুলের এসব দৃশ্য চোখে পড়ে।
এ সময় বিএনপির মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। গণতান্ত্রিক আন্দোলন জোরদার করে তার শূন্যতা পূরণ করা হবে।
তিনি বলেন, তার চলে যাওয়া শুধু বিএনপি নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
ফখরুল বলেন, দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামের নামে ৩২টি মামলা দেয়া হয়েছে তার (মওদুদ) নামে।
মওদুদ আহমদের লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আমানউল্লাহ আমান, জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নাজিম উদ্দীন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুল লতিফ জনি, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, বজলুল করিম চৌধুরী আবেদ ও শায়রুল কবির খান।
সান নিউজ/টিএস/আরআই