নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার (১৭ মার্চ) করোনা টেস্ট করালে পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বুধবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার করোনা টেস্ট করলে তা পজেটিভ আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।
এছাড়া বিএনপির একাদিক নেতা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।
সান নিউজ/এসএম