নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে অশোভন বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলটির চার নেতার বিরুদ্ধে রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটের নিকট ৯ মার্চ রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওই মামলার আবেদনের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী আইনজীবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসাব্বিরুল ইসলাম।
তিনি বলেন, গত মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সিদ্ধান্তমতে রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট বরাবর বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার আবেদন করা হয়। গত ১৪ মার্চ ওই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মামলার অনুমতি মিলেছে এবং মামলার অনুমতির কাগজাদি গত সোমবার (১৫ মার্চ) হাতে পেয়েছি।
মামলার প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আজ (মঙ্গলবার) ওই মামলার প্রস্তুতি চলছে। বেলা ১১টার পর কোর্ট চালু হবে। কোর্ট চালু হলেই আমরা মহামান্য আদালতের নিকট বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যাকে নিয়ে বিএনপি নেতা মিনুসহ ৪ জনের ধৃষ্টতামূলক মন্তব্যের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানাব।
গত ২ মার্চ রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য বিএনপি নেতারা অশোভন ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনার প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সকালে রাজশাহী জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী মুসাব্বিরুল ইসলাম।
মামলায় যাদের আসামি করা হবে তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় সাক্ষী হিসেবে থাকছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মো. আহসানুল হক পিন্টু, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে তাদের পক্ষে আইনজীবী মুসাব্বিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলার প্রস্তুতি ও কাগজপত্র তৈরির ঝামেলার কারণে এখন তারা সময় দিতে পারছেন না। সব কাজ সম্পন্ন হলে পুরো বিষয় মিডিয়ায় জানানো হবে।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৯ মার্চ বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ ৪ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন প্রদান করা হয়। ওই আবেদনটি আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গ্রহণ করি এবং তা নিয়ম অনুযায়ী সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ১৪ মার্চ মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর তা সোমবার (১৫ মার্চ) তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি যোগ করেন, এটি একটি রাজনৈতিক বিষয়। তাই তারা পরবর্তীতে কিভাবে এগুবেন তা সম্পূর্ণ তাদের বিষয়।
সান নিউজ/এসএম