রাজনীতি

‘আগামী নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে কল্যাণ পার্টি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ এখন এক কঠিন সংকট অতিক্রম করছে। দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে বর্তমান দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ সময় জাতিকে সঠিক নেতৃত্ব দিতে না পারলে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ দুরূহ হয়ে পড়বে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) কল্যাণ পার্টির চেয়ারম্যানের মহাখালী কার্যালয়ে দলের নির্বাহী কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

জেনারেল ইবরাহিম বলেন, আওয়ামী লীগ সরকারের ক্রমবর্ধমান দেশবিরোধী কর্মকাণ্ডে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই অবস্থা চলতে থাকলে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে। বর্তমান সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাকে সংগঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য তিনি তাগিদ দেন। বর্তমান বিরাজমান পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী, সেই আশাবাদ ব্যক্ত করেই কল্যাণ পার্টি কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২০০ সংসদীয় আসনকে টার্গেট করে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

দলের নির্বাহী পরিষদের এই সভায় স্থায়ী কমিটির সদস্য- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ফোরকান ইবরাহিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজাদ মাহবুব, মুক্তিযোদ্ধা প্রফেসর নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, ভাইস চেয়ারম্যান-লে. কর্নেল (অব.) নুরুদ্দিন, কর্নেল (অব.) কামাল আহমেদ, শাহিদুর রহমান তামান্না, আলী হোসাইন ফরায়েজী, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলা প্রমুখ অংশ নেন।

নির্বাহী কমিটির সভা শেষে গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ মিনহাজ উদ্দীন শেখ এবং কমডোর (অব.) শেখ আরিফ মাহমুদ প্রাথমিক সদস্য ফরম পূরণ করে কল্যাণ পার্টিতে যোগদান করেন। এ সময় দলের চেয়ারম্যান আগত সদস্যদের স্বাগত জানান।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা