রাজনীতি

‘সরকার মাদকাসক্তদের মতো আচরণ করছে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ বলেছেন, বর্তমান সরকার সেমি প্যাথ-মাদকাসক্তদের মতো আচরণ করছে। জিয়ার খেতাব কেড়ে নিয়ে মামুনুল হকগং দের দিবেন! খেতাব বিতর্ক সৃষ্টি করে সরকার ভুল পথে যাচ্ছে।

তিনি বলেন, 'এর চেয়ে (খেতাব বাজেয়াপ্তকরণ) দেশের লক্ষ-কোটি বিপদগ্রস্ত মানুষের দিকে নজর দিলে জনগণের সহানুভূতি পেতো। দেশের কোটি কোটি বিপদগ্রস্ত মানুষ বিশেষ করে করোনা মহামারীতে বিধ্বস্ত অর্থনীতি, মানুষ দিশেহারা সেদিকে নজর না দিয়ে খেতাব বিতর্ক সৃষ্টি করে সরকার বড়ই ভুল করলেন দ্রুত জনসমর্থন হারাবেন অযথা আল-জাজিরার সংবাদ পরিবেশন দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে।' এই বিতর্কটি এই দুর্যোগ মুহূর্তে না তুলে অন্য কোন সময়ে তুলতে পারতেন বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) দেয়া এক বিবৃতিতে সামাদ এসব কথা বলেন।

এতে কমরেড সামাদ বলেন, দেশে আজ মৌলবাদ জঙ্গি রাজাকার বাহিনী মিলে দেশটাকে সেমি তালেবান বানিয়ে ফেলেছে। স্বাধীনতার ৫০ বছর পরেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলছে। সরকারকে চ্যালেঞ্জ করছে। সারাদেশে ইসলামের নামে জামাতি মৌলবাদীরা প্রকাশ্য তাণ্ডব চালাচ্ছে। তারা শিশু বলাৎকার করছে। মানুষকে আগুনে পুড়িয়ে মারছে। যুদ্ধ অপরাধী দেলোয়ার সাইদীর মুক্তি দাবি করছে। জায়গায় জায়গায় দেখলাম বাধা দেয়ায় খোদ আওয়ামী লীগ নেতাদের চেয়্যারপেটা-জুতাপেটা করছে। অন্য যেকোন সময়ের চেয়ে তারা এখন অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী। তারা দেশে আল-কায়দা মডেলে জঙ্গি সংগঠন তৈরি করছে। দেশে নারী নেতৃত্ব হারাম প্রচারণা চালাচ্ছে। দেশে খেলাফত প্রতিষ্ঠা করে শরিয়া আইন চালু করার স্বপ্ন দেখছে। সরকার সেদিকে নজর না দিয়ে মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নেওয়ার বিতর্কে জড়িয়ে মাতালের মতন কাজ করছে।

সামাদ বলেন, সরকারের কাজ ছিলো বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। তা না করে সরকার বিপদজনক পথে হাঁটছে যা দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায় লিপ্ত হয়েছে। দুর্নীতি-দুঃশাসন-লুণ্ঠনের উৎসব চালাচ্ছে।

বিবৃতিতে তিনি সরকার সেমি-প্যাথ বা মাদকাসক্তদের পরামর্শে দেশ না চালিয়ে জনদুর্ভোগের দিকে নজর দিতে আহ্বান জানান।

সাননিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা