নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগে ‘পকেট কিট’ (নেতাদের পছন্দের লোক দিয়ে কমিটি করা) চলবে না।
তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। যারা আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু কমিটিতে জায়গা পাননি, তাদের জায়গা দিতে হবে।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ১৯৯৪ সালে ঢাবা সিটি কর্পোর্রেশন নির্বাচনের পরেরদিন বিএনপির পরাজীত প্রার্থীদের সন্ত্রাসীদের দ্বারা নিহত সাত শহীদের স্মরণে এ প্রতিবাদ আলোচনা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি।
তিনি বলেন,কর্মীদের কোণঠাসা করে আওয়ামী লীগ বাঁচবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আর আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের ত্যাগী নেতা-কর্মীদের বাঁচাতে হবে। তাই থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গুলো দ্রুত শেষ করুন। সস্মেলনের আগেই সকল কমিটি শেষ করতে হবে। সময় থাকতে কমিটি না করে, অসময়ে ঘড়েবসে কমিটি করবেন তা আওয়ামী লীগ মেনে নিবে না।
এমআর/