শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি : নড়াইল ও কালিয়া পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। শনিবার ( ৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। নড়াইল পৌর সভায় আওয়ামীলীগের আঞ্জুমান আরা, বিএনপির জুলফিকার আলী ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মাওলানা খায়ুরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারন কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৩১৩ জন। অপরদিকে কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের ওয়াহিদুজ্জামান হিরা ও বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারন কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শান্তি পূর্ণভাবে জেলার দুইটি পৌরসভার ভোট গ্রহণ চলছে। যে কোন প্রকার সহিংসতা এড়াতে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
সান নিউজ/শরিফুল ইসলাম/এসএ