নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বিগত ২২ দিন ধরে বিএনপির এই সিনিয়র নেতা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (২০ জানুয়ারি) মওদুদ আহমদ হাসপাতাল থেকে গুলশানের ৮৪ নম্বর রোডের নিজ বাসায় ফেরেন।
বিএনপি প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বারিস্টার মওদুদ আহমদ এখন অনেকটা সুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, অসুস্থ বোধ করায় গত ২৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ব্যারিস্টার মওদুদ আহমদকে। সেসময় তার পরিবারের সদস্যরা জানান, ৮ থেকে ১০ দিন ধরে তিনি অসুস্থতা ও দুর্বলতা বোধ করছিলেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং হিমোগ্লোবিন কমে গেছে। পরে চিকিৎসকেরা তাকে সিসিইউতে রাখার পরামর্শ দেন। ওই দিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
সান নিউজটিএস/আরআই