নিজস্ব প্রতিবেদক : নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র ১০৬তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)
শনিবার (১৬ জানুয়ারি) পুরান ঢাকায় তার কবরে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বিএমএলের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, কেন্দ্রীয় নেতা চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরওয়ার-ই-আলম খান, মোশাররফ হোসেন তারা, হাজী জিয়াউর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। পরে তারা প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের ১৬ জানুয়ারি ইন্তেকাল করেন।
সান নিউজ/টিএস/এম