নিজস্ব প্রতিবেদক : মানুষ ধ্বংস হয়ে গেলেও সরকারের কিছু যায় আসে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এই সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত হতো, তবে মানুষের জীবন নিয়ে এমন খেলা খেলতো না।”
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ কর্তৃক ‘ফেলানী ও সীমান্ত’ গোল টেবিল শীর্ষক আলোচনায় এসব বলেন তিনি।
সরকার জনগণকে মহামারির দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, “করোনা ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য সচিব বলছেন, এটা সরকার টু সরকার চুক্তি করা হয়েছে। অন্যদিকে বেক্সিমকো বলছে, এটা একটি বাণিজ্যিক চুক্তি। এর অর্থ হলো এটা সরকারের টাকা কামানোর একটি বড় হাতিয়ার। করোনা ভ্যাকসিনে জনগণের কোন স্বার্থ নেই। এখানে হবে সব লুটপাট আর সরকারের কর্তাদের মাঝে ভাগ করা হবে এই টাকা।”
তিনি বলেন, “আজ বাংলাদেশের পানি, বাতাস সব ভয়ংকর করছে ভারত। অথচ সরকার এই ব্যাপারে নীরব। ২০০১ সাল থেকে ২০১৯ পর্যন্ত ১১২৫ জনকে হত্যা করেছে বিএসএফ। করোনার সময়ে তারা প্রায় ৪৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে।”
এই বিএনপি নেতা বলেন, “সারাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মানববন্ধন চলছে। করোনাকালে জনগণের বেতন কমলেও কমেনি পণ্যের দাম। চাল-ডালের মত নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বাড়ছে। ডাল প্রতি কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। বাসা ভাড়ার দামও বেড়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা এই সরকারের আমলে অটো ডায়েট করছেন।”
এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলমসহ অন্য নেতারা।
সান নিউজ/এস