নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপি ও যুবদলের ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (০৬ জানুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দেন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৭৮ জন ৩৬টি জামিন আবেদন করেছেন। সেসব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, যুবদলের দুই সহ-সভাপতিসহ এসব নেতাকর্মীর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন। এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের দিন দুপুর ১২টা ৫ মিনিটে পল্টনে বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে পার্ক করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিল থানার মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানার নয়াবাজার এলাকায় দিশারী পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এছাড়া দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানার পার্কিং-এ জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানার পূবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে, ভাটারা থানার কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনে ও রাতে উত্তরার আজমপুরে আগুন দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনো পক্ষ নাশকতার উদ্দেশ্যে একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে।
সান নিউজ/বিএস