নিজস্ব প্রতিবেদক : সরকার এখন গণদুশমনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা পালানোর কোনো দরজা খুঁজে পাবে না। সেতুমন্ত্রীর ছোট ভাইয়ের বক্তব্যে দেশের আসল চিত্র ফুটে উঠেছে, তার বক্তব্যে প্রমাণ হয়েছে ইসিকে কোলে বসিয়ে কীভাবে সরকার ক্ষমতায় আছে।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেয়াই হলো আওয়ামী লীগ নেতাদের একমাত্র কর্মসূচী। পুলিশ, আমলাদের বক্তব্য শুনলে মনে হয় দেশে নিরপেক্ষতার বালাই নেই, আছে বাকশাল।
সংবাদ সম্মেলনে বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিএনপি কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলনের কর্ম সূচি ঘোষণা করেন রিজভী।
সান নিউজ/টিএস/এম