নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেল-জুলুম নির্যাতন উপেক্ষা করে সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি।
রোববার (৩ জানুয়ারি) রাতে শ্যামলি আদাবর ও মোহাম্মদপুর একাকায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন প্রতি বছরই তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন শীত বস্ত্র বিতরণ করতেন। আজ তিনি গৃহবন্দী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা।
নানা নিপীড়ন নির্যাতন সহ্য করেও মানব কল্যাণে কাজ করে যাচ্ছি আমরা। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। শীতে কাপছে উত্তরাঞ্চল। কোন মন্ত্রী এমপিদের সেখানে সহায়তা করতে দেখছিনা বলেও মন্তব্য করেছেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,ছাত্রদল নেতা জুয়েল, ডাঃ আউয়ালসহ নেতাকর্মীরা।
সান নিউজ/টিএস/এস