নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে আহ্বায়ক এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নিকে সদস্য সচিব করে জাতীয় মহিলা পার্টির ৭৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে কমিটি অনুমোদন দেন।
দলীয় সূত্র জানায়, আগামী চার মাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে জেলা সম্মেলন করে কেন্দ্রীয় সম্মেলন করার শর্তে জাতীয় মহিলা পার্টির বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
সান নিউজ/পিডিকে