নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে লড়ার জন্য ২৩ জনকে দলীয় মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল, বিএনপি।
সোমবার (৩০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, সোমবার চেয়ারপারসেনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন নসু দলের মহাসচিব স্বাক্ষরিত প্রত্যায়নপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন।
মনোনয়ন পেয়েছেন যারা : পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মো. রেজাউল করিম (রাজা); দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী; রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ; কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম; রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক; সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান; কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ; চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গায় মো. সিরাজুল ইসলাম (মনি); খুলনার চালনায় মো. আবুল খায়ের খান মনোনয়ন পেয়েছেন।
বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির; পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ; বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান; বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান; ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন; নেত্রকোনার মদনে মো. এনামুল হক; মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা; গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ; সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী; মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে। ২৫ পৌরসভায় নির্বাচন হলেও ২৩ পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি দুটির বিষয়ে দলটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
সান নিউজ/এস