নিজস্ব প্রতিবেদক : সরকারের বিদায় ঘণ্টা বাজিয়েই অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, ‘সাদেক হোসেন খোকা বাংলাদেশে একজনই। তিনি আওয়ামী লীগের সভাপতিকে নির্বাচনে হারাতে পারতেন। তিনি আন্দোলনের কারিগর ছিলেন ছাত্রজীবন থেকেই। তাকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। খোকা সফল মেয়র ছিলেন।’
তিনি আরও বলেন, পরিষ্কার করে আমি এক লাইনে বলি, ‘এ সরকার ক্ষমতায় থাকা মানেই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অপমানিত হওয়া। এ সরকার ক্ষমতায় থাকা মানে দেশের স্বাধীনতা না থাকা। সেজন্য উঠে দাঁড়াতে হবে। সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে এ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এম