নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এ আদেশ দেন। নিক্সনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।
তার আগে গত ১৮ অক্টোবর নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন তার আইনজীবী । পরে এ বিষয়ে শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করা হয়। জামিনের আবেদনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরী।
উল্লেখ্য, নিক্সন চৌধুরী তার নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে দায়িত্বরত কর্মকর্তাকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন। গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নিক্সন চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করেন বলে মামলায় বলা হয়।
সান নিউজ/এসকে/এস