নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতনের সকল ঘটনার সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন, ৭ থেকে ১০ দিন আগে প্রথম আলোর একটি সংবাদ দেখলাম গত কয়েক বছরের নারী নির্যাতনের সংখ্যা প্রায় ৬০০ এর ওপরে। আমরা যদি ধরে নিই সংখ্যাটা সত্য। তাহলে সেখানে আমার একটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, ওই ঘটনার কতগুলো ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে? সেটা হয়তো পাঁচটা-ছয়টা খুব বেশি হলে দশটা। তাহলে বাকি ৬০০ ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত।
রোববার (১৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ শাখা) ও গৌরব ৭১ আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, নারী নির্যাতনকারী পশুদের সর্বোচ্চ শাস্তি হোক সেটা আমরাও চেয়েছি। দেশবাসীও মৃত্যুদণ্ড দাবি করেছে। এ পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। ক্যাবিনেটে পাস হয়েছে এবং অধ্যাদেশ জারি হয়ে বিচারকার্য শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত দেখছি আজকে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে অনেকে। এখানে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত না, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে অভিযোগ আসছে। সমাজে নৈতিক মূল্যবোধ ও মানবতার চরম অবক্ষয় চলে এসেছে। এই অবস্থা দূর না করে শুধুমাত্র শুধু দোষের ওপর রাজনীতি করলে আমরা এই নির্যাতন বা অবক্ষয় থেকে বের হয়ে আসতে পারবো না।
অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে আপনি সঠিকভাবে পরিচর্যা করুন। আপনি তাদের নীতি নৈতিকতার জ্ঞান দান করুন। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম পাঠশালা হচ্ছে তার পরিবার। আর শিক্ষক হচ্ছেন তার বাবা-মা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ, গৌরব ৭১ এর সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক এফ এম শাহীন প্রমুখ।
সান নিউজ/পিডিকে/এস