নিজস্ব প্রতিবেদক : সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে আছি ও থাকবো বলে জানিয়েছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
যাত্রাবাড়ীতে তার নির্বাচনী কার্যালয়ে অবস্থান করে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি তদারকি করেন বিএনপি প্রার্থী। সকাল থেকেই ফোন ছাড়াও বিভিন্ন মাধ্যমে নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে কথা বলেন ও নানা দিক নির্দেশনা দেন তিনি। দুপুরে যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জু'মার নামাজ আদায় করেন বিএনপির প্রার্থী।
বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ প্রতিপক্ষের নানা অপপ্রচারের জবাবে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে আছি ও থাকবো ইনশাআল্লাহ। আমার দলের নেতা-কর্মীরা এ ব্যাপারে সজাগ আছে বলেও জানান তিনি। এসময় তিনি এলাকার ভোটারসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা-৫ উপনির্বাচনে ১৮৭ ভোট কেন্দ্রের মাঝে ৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সান নিউজ/এস