নিজস্ব প্রতিবেদক : সারাদেশে একের পর এক ধর্ষণের বিষয়ে সমালোচনা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “স্বাধীনতার চেতনা আর যৌনচেতনা যে এক জিনিস নয়, সেটা আওয়ামী লীগ বোঝে না। যেখানে বিচারহীনতার সংস্কৃতি ও এককেন্দ্রিক গণতন্ত্র, সেখানে সুষ্ঠু বিচার হতে পারে না। এখন সব কোর্ট মুজিব কোট হয়ে গেছে।”
শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে “ধর্ষণ ও দুর্নীতির মহোৎসব : বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ফেরানো ছাড়া জনগণের মুক্তি আসবে না।‘ তিনি বলেন, ‘জনগণ তাঁর নাগরিক অধিকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করতে পারবেন, ভোগ করতে পারবেন- এটাই হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা। যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই রাষ্ট্র গণতন্ত্র নিশ্চিত না করতে পারবে, তত দিন জনগণ ভোগান্তির হাত থেকে মুক্তি পাবে না।”
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া পরিষদের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক জি কে এম মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. আখতার হোসেন, অধ্যাপক আবু জাফর খান, শহিদুল ইসলাম শহিদ, প্রকৌশলী শরিফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
সান নিউজ/এস