নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে গত শনিবার এই ঘটনা ঘটে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক ফুল ইসলাম, সহ-সভাপতি, দক্ষিণ খান থানা বিএনপি, নাজিম উদ্দিন দেওয়ান, সদস্য, দক্ষিণখান থানা বিএনপি, আমানউল্লাহ, ৫০নং ওয়ার্ড, দক্ষিণখান থানা বিএনপি, মোখলেছ, ৫০ নং ওয়ার্ড, দক্ষিণখান থানা বিএনপি, আমজাদ হোসেন, সদস্য, দক্ষিণখান থানা বিএনপি, তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, নূর মোহাম্মদ, সদস্য, উত্তরা থানা বিএনপি, এম এ হান্নান মিলন, যুগ্ম সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, আব্দুল কাদের স্বপন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, হারুনুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর (উত্তর) বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সান নিউজ/এম/এস