রাজনীতি

আজ কোথায় সেই সকল নারীকর্মীরা!

নিজস্ব প্রতিবেদক : দেশে ধর্ষণের মহোৎসব চলছে কিন্তু আজকে কোথায় সেই সকল নারীকর্মীরা, যারা ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মাথায় গামছা বেধে নেমেছিল? ধর্ষণ বিরোধী মানববন্ধনে এমনই প্রশ্ন রেখেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, আপনারা রোহিঙ্গাদের জন্য যে ভাসানচর ঠিক করেছেন, ওই ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দরকার নেই। ধর্ষকদের পাঠান। ধর্ষকদের সঙ্গে পাপিয়ার দলবলসহ পাঠিয়ে দিন। ওইখানে এরা নিরাপদে থাকুক। বাংলাদেশের মানুষও নিরাপদে থাকবে।

আলাল বলেন, ‘আওয়ামী লীগকে মনে করিয়ে দেই, ১৯৫৮ সালের এই দিনে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান সামরিক শাসন জারি করেছিলেন। আপনারা কি সেই দিকে যাচ্ছেন? ইয়াসমিনকে ধর্ষণ করেছিলেন কিছু দুষ্টপ্রকৃতির পুলিশ কনস্টেবল। তখন আপনারা সারাদেশে আগুন লাগিয়ে দিয়েছিলেন। আপনাদের হাজার হাজার নারীকর্মী রাস্তায় নেমে আগুন লাগিয়ে দিয়েছিল। ইয়াসমিনের বিচার বেগম খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে। আজ আপনাদের নেতাকর্মীরা, কিছু পুলিশ ও কর্মকর্তা ধর্ষণের মহোৎসব করছে। আমার মনে হয়, রোহিঙ্গাদের জন্য যে ভাসানচর ঠিক করা হয়েছে, ওই ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দরকার নেই, এই ধর্ষকদের পাঠান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব প্রায়ই কথায় কথায় বলেন, ছাড় দেয়া হবে না। আরে! কিসের ছাড়? এটা কি আড়ং-মিনাবাজার? যে যাবে ৫০%, ৭০% ডিসকাউন্ট ছাড় পাবে। আর কেন বলেন, প্রতিবাদ করার দরকার নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে। প্রতিবাদ আপনারা করেননি? ব্যারিস্টার মইনুল ইসলাম কি একটা বলেছিল আপনার নারীকর্মীরা মাথায় গামছা বেঁধে রাস্তায় নেমে পড়েছিল। আজ কোথায় তারা? তাদের বিবেক নাই? তাদের সন্তান নাই? তাদের বোন-মেয়ে নাই? সবগুলোকে বগলের তলে নিয়েও বঙ্গভবনে শেষ আশ্রয়স্থল হবে না আপনাদের।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অনেকেই এই কর্মসূচির কথা জানেন না। বিএনপির সবাই যদি জানত, যদি অনুমতি আসে থাকতে পারবেন না। কথাটি মনে রাখবেন। এখনো সময় আছে, সিংহাসন ছেড়ে জনগণের প্রত্যাশা পাওয়ার চেষ্টা করুন। অন্যথায় আপনাদের পরিণতি হবে ইতিহাসের ভয়ঙ্কর ও নিকৃষ্টতম।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য দেন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে...

ভবেশ চন্দ্রকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ছেলের মামলা

দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চার দিন পর মামলা হয়েছ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে ফ্রান্সিসের মৃত্যু

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (...

স্ত্রীর প্রেমিককে ফাঁসাতেই বন্ধুকে খুন: সিরাজগঞ্জ ডিবি পুলিশ

সিরাজগঞ্জের তাড়াশে ধানক্ষেত থেকে পাওয়া সেই রাশেদ...

ফেনীতে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে ভুমি বিরোধের জেরে কৃষক আবুল হাশেম (৫০) কে নৃশংসভাবে কুপিয়ে হ...

কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে...

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্য...

সোনাগাজীর কাজীরহাট বাজারে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ফেনীর সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে নয় জনকে তাৎক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা