নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
আরও পড়ুন: আবারও পেছাল সাগর-রুনি হত্যা প্রতিবেদন
রোববার (২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাশ ত্যাগ করেন তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সান নিউজ/এমএইচ